ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের মৌলভী বাজার জেলার কুলাউড়ায় চেয়ারম্যান জেলহাজতে, বিপাকে সেবাগ্রহিতারা

dhaka24
এপ্রিল ২৯, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুর রব সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ

সিলট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মামলায় গ্রেফতার হওয়ার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও কোন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেয়া হয়নি।

 

 

প্যানেল চেয়ারম্যান নিয়ে ইউপি সদস্যদের মধ্যে সৃষ্টি হয়েছে মতানৈক্য।ফলে সেবা গ্রহিতারা পড়েছেন বিপাকে।

 

 

জানা যায়, গত ০৭ মার্চ রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আকবর আলী সোহাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় আসামী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে।

 

 

চেয়ারম্যান আকবর আলী সোহাগ গ্রেফতারের ১মাস ১৯ দিন অতিবাহিত হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেয়া হয়নি।

 

 

ফলে ইউনিয়নের সেবাগ্রহিতারা প্রতিদিন ইউনিয়নে এসে হাতাশা নিয়ে ফেরৎ যেতে হয়।

 

 

এদিকে প্যানেল চেয়ারম্যান নিয়েও ইউনিয়নের ইউপি সদস্যদের মধ্যে পূর্ব থেকেই চলছে বিরোধ।

 

 

বিষয়টি নিয়ে ইউনিয়নের ৭ জন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ইতিপূর্বে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর কুলাউড়ার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন।

 

 

সেই জটিলতা নিরসনের আগেই চেয়ারম্যান গ্রেফতার হওয়ায় পুরানো জটিলতা নতুন রূপ পায়।

 

 

গত ২৩ এপ্রিল ইউনিয়নের ৫ জন ইউপি সদস্য মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে আরেকটি আবেদন করেন।

 

 

সেই আবেদনে ইউপি সদস্য গণ পুনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে অথবা একজন প্রশাসক নিয়োগ করে নাগরিকদের সেবা অব্যাহত রাখার দাবি জানান।

 

 

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, প্যানেল মেয়র নিয়ে জটিলতার কারণে ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া যাচ্ছে না।

 

 

ইউপি সদস্যদের আবেদনের কপি জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়েছে। আগামী দু’য়েক দিনের মধ্যে বিষয়টির সুরাহা হবে বলে তিনি আশাবাদী|

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।