ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে ৪১২৮ অসহায় দরিদ্র পরিবারকে সহায়তা দিচ্ছে নিগ্যাল এইড

dhaka24
এপ্রিল ২৮, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

 

নীলফামারীতে ৪১২৮ অসহায় দরিদ্র পরিবারকে সহায়তা দিচ্ছে নিগ্যাল এইড

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইন সহবতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।এতে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা।

 

সভায় বক্তব্য দেন, নীলফামারীর-২ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল এর বিচারক এবি, এম, গোলাম রসুল,জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন,জেলা আইনজীবী সমিতির সভাপতি আলফারুক আব্দুল লতিফ,জেলা জজ আদালত জি. পি আবু মোহাম্মদ সোয়েম,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী সহ অনেকে।

 

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. মনিরুজ্জামান সরকার।

এসময় বক্তারা বলেন, বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষও হয়,মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপোষযোগ্য বিরোধের ক্ষেত্রে আবেদনকারীর সম্মতিক্রমে প্রতিপক্ষকে ডেকে পক্ষদ্বয়ের বিরোধ আপোষ মীমাংসায় উদ্যোগ গ্রহণ করেন জেলা লিগ্যাল এইড কমিটি নীলফামারী। এবং জেলা লিগ্যাল এইড অফিসার এর পরামর্শ ব্যতিরেকে মামলা সংক্রান্ত বিষয়ে কোন ব্যক্তিকে অর্থপ্রদান করবেন না।

 

 

জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. মনিরুজ্জামান সরকার জানান,‘লিগ্যাল এইড কমিটির কাছে ২০০১ সাল থেকে বর্তমান পর্যন্ত ফৌজদারী, দেওয়ানী, পারিবারিক সহ মোট ৪ হাজার ১২৮টি মামলা ও মীমাংসা আবেদন পড়ে। এরমধ্যে ১ হাজার ৩০৩টি নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে ২ হাজার ৮২৫টি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।