ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র রমজান মাসে মৌলভীবাজারের লেবুর বাজার চড়া

মজনু বিজয় চৌধুরী | মৌলভীবাজার
মার্চ ১১, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি॥ দেশে সবচেয়ে বেশি লেবু উৎপাদন হয় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায়। গড়ে প্রতিপিস লেবু বিক্রি হচ্ছে পুর্বের তিনগুণ দামে। পবিত্র রমজান মাসে লেবুর বাজার চড়া। এই দুই উপজেলায় রয়েছে শতাধিক লেবুর আড়ত। এলাকায় প্রতিদিন লাখ লাখ টাকার লেবু পাইকারি বাজারে বিক্রি হয়। রমজানে বাজারে লেবুর চাহিদা বেশি থাকায় ও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সপ্তাহখানেক ধরে বাজারে লেবুর দাম আকাশ ছোঁয়া।

জানা যায়,মৌলভীবাজারের প্রচুর পরিমানে লেবু চাষ হলেও শুষ্ক মৌসুমে লেবুর উৎপাদন কম। সবুজ চা বাগান বেষ্টিত উচুঁ নিচু পাহাড়ি টিলায় ঘেরা মৌলভীবাজার জেলায় রয়েছে টিলায় সারিসারি লেবু বাগান। উৎপাদনের মৌসুম না থাকায় প্রান্তিক পর্যায় থেকে শুরু করে পাইকারী ও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু।

অপরদিকে গাছে যে লেবু আসছে সেটার আকারও অনেক ছোট। এদিকে লেবুর মৌসুমে উন্নত মানের কাগজী, চায়না, জারা, আদা,পাতি ও সিডলেস লেবু বিক্রি হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গল। হালি প্রতি প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৬০-১২০ টাকা মুল্যে। পাইকারি বাজারে হালি ৪০-১৪০ টাকা হলেও খুচরা বাজারে তা ৮০-১৫০ টাকা ছুঁয়েছে।

লেবু বাগানের মালিকরা জানান, এখন লেবুর মৌসুম না থাকায় লেবুর দাম বাড়তি। লেবু বাগানের লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি কিন্তু বাগানে তো ফল নেই। শুকনা সময় লেবু হয় না। লেবু না থাকার কারণে দাম বেড়েছে। বাগান কত টাকা খরচ হয়েছে কত আর পাবো। মানুষরা ভাবছে এই লেবুর অনেক দাম। রমজান মাস উপলক্ষে বাগান মালিকরা লেবু বাগানে স্টক করে রাখি। অন্য বছরের মতন এবার লেবু কম হয়েছে। প্রথম দিকে লেবুর দাম বেড়েছে। লেবু বাগানে সার ও গোবর দিতে হয়। মেশিন দিয়ে পানি দিতে হয়, বিভিন্ন ধরনের খরচ আছে এই লেবু বাগান থেকে পরিমাণে আমরা টাকা সেরকম পাই না। আমার বাগানের ছয় হেক্টও জমি রয়েছে। এই বছর একটা লেবু বিক্রি করতে পারি নাই। লেবু যারা বাজারে বিক্রি করছে তারা ৬ মাস আগে বাগানে গাছে লেবু রেখেছে। এখন তারা বিক্রি করতে পারছে দামে। লেবু সবাই বিক্রি করতে পারছে না। লেবু বাগানের মালিক তারা আগে স্টোক করে রেখেছিল লেবু তাই এত দামে বিক্রি করছে।

শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা জানান, আমি আড়ত থেকে নিয়ে এসে বাজারে বিক্রি করি। আমি লেবু বিক্রি করি ঢাকা- সিলেট। অনেক বাগনের মালিক রয়েছেন লেবু বাগানে স্ট্রোক করে রাখেন। বাগানের মালিকদেরকে অভিযান চালানো হতো, তাহলে বাজারে দাম ঠিক মতো আসতো। আমাদের তো কিছু নেই, আমরা দাম দিয়ে কিনে ,দাম দিয়ে বিক্রি করি। আমরা লেবুর ব্যবসা করি ঠিক আছে। লেবুর বিভিন্ন কোয়ালিটি রয়েছে। চৈত মাসের লেবুর দাম এমনি বেশি থাকে। আমরা তো স্ট্রোক করার প্রশ্নই আসেনা। এটি কাঁচামাল একদিন থাকলে পরের দিন দামে আর বিক্রি করা হয় না। এবং বাগানের মালিক সকলের বাগানে লেবু নেই। যারা বড় বাগান মালিক তাদের কিছু লেবুর রয়েছে। বড় বাগান মালিক আছে তারা মনে করেন, লেবু স্টক করে রেখেছে যারা ছোট বাগান মালিক রয়েছে তাদের স্টকে নেই। এই কারণে লেবুর চাহিদা বেশি চাহিদা বেশি দামও বেশি। বর্তমান বাগান মালিকরা লাভবান আছেন। তারা একটু কষ্টের বিনিময়ে বাগানে লেবু স্টক করে ধরে রেখেছে।

শ্রীমঙ্গল লেবু ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন বলেন, লেবু কম থাকার কারণ হলো ৬-৭ মাস থেকে বৃষ্টি হয়নি। লেবুর বড় বাগানের মালিক যারা আছে সেচ দিতে পারে। এই বাগান মালিকরা যারা সেচ সার দিতে পারছে তারা এখন লেবু বিক্রি করতে পারছে। শতকরা ৮০ ভাগ বাগান মালিকদের বাগানে লেবু নেই। খড়ার কারণে লেবু গাছ মরে যাচ্ছে। লেবু বড় সাইজ থেকে ছোট সাইজ রয়েছে বাজারের। বড় সাইট লেবু বাজারে ১৫ টাকা লেবুর পিস বিক্রি হচ্ছে। উপরে ১৫ টাকা দেখলে হত না নিচের লেবু ৩ টাকাও বিক্রি হবে না। ক্রেতারা নিবে না তিন টাকার পিস এই লেবুটা।

মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, মৌলভীবাজার জেলাতে লেবুর চাষ হয় ১৭৬২ হেক্টর জমিতে। বাৎসরিক উৎপাদন হয় ২৮ হাজার মেট্রিক টন। কিছু কিছু বাগান মালিকরা স্টক করে রাখতে পারে, তবে আমার মনে হয় স্টক করে রাখে এটা ব্যবসায়ীদের কৌশল । তারপরও রমজান মাসে আমরা সবাই জানি যে লেবুর চাহিদা স্বাভাবিকভাবে একটু চাহিদা বেড়ে যাওয়া একটি কারণ হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।