ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে ইউএনও’র যোগদান ও বিদায় সংবর্ধনা

Link Copied!

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শায়লা সাঈদ তন্বী। একইদিন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ই মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ডোমার উপজেলাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদ্য বিদায়ী ইউএনও ও পৌর প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।

বিদায় সংবর্ধনা শেষে পরিষদ চত্বরে বিদায়ী কর্মকর্তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন উপজেলা স্কাউটসের সদস্যরা। পরে, নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীকে স্বাগত জানিয়ে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

জানা যায়, সদ্য বিদায়ী নাজমুল আলম বিপিএএ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন শায়লা সাঈদ তন্বী। রংপুর বিভাগীয় সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশে বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান ও বিদায়কালে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি মোঃ কোহিনূর ইসলাম, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, সহ-সভাপতি মোঃ আমিনুল হক বাবু, শালকী মুক্ত মহাদলের সভাপতি অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ডোমারের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নয়ন কামনা করেন সুধীজনেরা। এছাড়া সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানিয়েছেন উপস্থিত সকলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।